মোহন পেরেছে তার সহযাত্রীদের নাড়া দিতে – শাহজাদী আঞ্জুমান আরা মুক্তি

মোহন তার সমস্ত সহযাত্রীকে পাশে পেতে চায়। ‘সবুজ চাদরে ঢাকা রক্তাক্ত ছুরি’ এই কবিতাগ্রন্থে সে ডাক দিয়েছে মুক্তির যুদ্ধের, বিদ্রোহের। তার আহ্বান কতটা গভীর মধ্য সত্তরের এই আমরা বিশেষভাবে আমি, আমার আবেগকে, স্মৃতিকে, উসকে দিয়েছে। যে যার জগত থেকে বেরিয়ে এসে ইচ্ছে করছে কবিতার যুদ্ধে শরীক হতে। ভেতরবাড়ি ছটফট করছে, চঞ্চল হয়ে উঠছে মন। এখানেই মোহনের সার্থকতা। মোহন পেরেছে তার সহযাত্রীদের নাড়া দিতে। এত অল্প সময়ে দ্বিতীয় সংস্করণ হয়তো এজন্যে সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *