একদিন সম মেঘ চিরে রোদ উঠবে আকাশে; জোড়া শালিকের স্নান দেখব ধুলায়।
একদিন ফুল ফুটবে বাগানে দোয়েলের শিসে ভরে যাবে নিথর দুপুর। একদিন চাঁদ উঠবে ভুবনে একদিন সারারাত রূপসীর রপে ডুবে যাব।