শেষবারের মতন জ্বলে উঠব বারুদ
শেষ আগুনের ফুলকি জ্বেলে যাবো
শেষ শহীদের রক্তের ফল্গু হবে বুক
শেষ রক্তপাতে সিক্ত হবে মাটি।
সহস্র সূর্যের রশ্মি একদিন
ভেদ করবে তমসা ঘন কাল,
শিশুর হাসির মতন উজ্জ্বল দিন
একদিন ফিরে আসবেই মানুষের দ্বারে।
সেইদিনের জন্যেই শুধু
আমি তৈরি করছি নিজেকে
না, সেদিনের সুখ শুধু
করতলগত করবার জন্যে নয়;
সেই সুখ সকলকে সমান সমান
বিলিয়ে দেয়ার লড়াইয়ে নিজেকেই বিলিয়ে
দিতে চাই।