যে চোখে নিবিড় সমুদ্রনীল ঢেউ লোনা জল মাখা সে চোখে জ্বলুক বিনাশী আগুন।
কুমারী তোমার হলুদ বাটার হাতে বিচূর্ণ করুক শত্র“র মস্তক।
আমি আছি হাতে বিজয়ের জয়মালা নিয়ে খুব স্থির বুকের তলায় বিপ্লবে বিশ্বস্ত গভীর প্রেমে।
১১.২.৭৮ খলিফাপট্টি, সিরাজগঞ্জ