আমরা নিশ্চয়ই একদিন প্রতিশোধ নেব।

কারা আমাদের করে লুণ্ঠন
বানায় ঝলমল ঐশ্বর্য পাহাড়?
কারা আমাদের জন্মগত বাঁচার দাবিকে
উপেক্ষা করতে চায় বুট আর বেয়নেটে?
কারা আমাদের মেধা আর মননের বিকাশকে
স্তব্ধ করে দিতে চায় শোষণ আর
পীড়নের অসীম জোয়াল কাঁধে চাপাতে?

কারা আমাদের বন্দি করেছে
অন্ধকার বস্তির আদিম কাদায়?
কারা আমাদের অবিরাম ঘামের ফসল
নিপুণ কৌশলে তুলে নিয়ে যায় নিজের গোলায়?

কারা আমাদের উন্মূল উদ্বাস্তু ক’রে
ছুঁড়ে দিয়েছে নগরের ফুটপাতে-ভাগাড়ে; কুকুর-জীবন?
কারা আমাদের শ্রম-সম্পদ-চ্যুত করেছে?
কারা আমাদের মা-বোনকে বানিয়েছে বেশ্যা?

আমরা নিশ্চয়ই একদিন প্রতিশোধ নেব।

কারা আমাদের পাখির মতন গুলি করে হত্যা করেছে মিছিলে?
কারা আমাদের পিঁপড়ার মতন পিষে মেরেছে ট্রাকের তলায়?
কারা আমাদের চোখ-হাত বন্দি অবস্থায় পিটায়
হিটলার-মুসোলিনী-টিক্কাখানের সকল বর্বরতা ম্লান করে দেয়?

নিশ্চয়ই আমরা একদিন প্রতিশোধ নেব

হত্যার বদলা নেব হত্যায়
খুনের বদলা নেব খুনেই
প্রতিটি শহরে নগরে গ্রামে গঞ্জে
প্রতিশোধ হবে রক্তে রক্তে
ক্ষুধা অনাহার অপমৃত্যু
যন্ত্রণা শোকের ভয়াবহ
প্রতিশোধ হবে প্রতিশোধ হবে প্রতিশোধ হবে।

কিন্তু
আমাদের নিজেদের ভেতরে লুকিয়ে থাকা
বর্ণচোরা ঘাতকদের প্রতিশোধ
আমরা কীভাবে নেব?