শহরের দেয়ালে দেয়ালে কারা যেনসেঁটে দিয়েছে অপূর্ব একসংক্রুদ্ধ রয়েলবেঙ্গলের মুখ।
মোড়ে মোড়ে ভিড় করেমানুষ দেখছে কী ভীষণমানবিক হিংস্রতায় জ্বলজ্বলেদুর্দান্ত সেই মুখ।
কেবল খুনিরা দেখোদিকবিদিক পালাচ্ছে ছুটে
ভয়ে আতঙ্কে হৃৎকম্পে..