ক্ষমা করো পূর্ণিমার জলক্ষমা করো নদীর ঢেউআমি নই তো যোগ্য কেউআমি কেবল চাঁদ টলমল।
ক্ষমা করো অনাঘ্রাতাক্ষমা করো সবুজিনীআমি শুধু তোমায় চিনিনই গো আমি তেমন ত্রাতা।
ক্ষমা করো বসন্ত ফুলক্ষমা করো লাল টুকটুকপ্রাণে আমার নাই রে সুখনীরব বেদনা বয় কুলকুল।