এভাবে থমকে গেলে কেন কেন মধুভাণ্ড বাড়িয়ে দিলে না তুমুল তৃষ্ণার্ত ঠোঁটে?
এভাবে অঙুলি ছুঁয়ে কেন জ্বেলে দিলে রক্তে আগুন সর্বাঙ্গ পুড়ে ছারখার।
এভাবে মধ্যসিঁড়িতে কেন শ্বাসরুদ্ধময় প্রতীক্ষায় রাখো? বুকের গভীরে নাও সুনিবিড় আলিঙ্গনে।