পাব না কিছুই জানি তবু দিয়ে যাব সবকিছু রক্ত মাংস হাড় আর হৃদয়ের সবটুকু লাল।
তোমাকে জানার আগে বোঝবার আগে নিঃশেষ হয়ে গেল যে জীবন মানুষের জন্য শুধু তবু জেনো সঞ্চয় করেনি কারো এতটুকু প্রেম নিঃস্ব এ হৃদয়।
০৭.১১.০৫ নিউ লাইফ নার্সিংহোম, লকাতা