নীল অপরাজিতা তুমি ফুটে আছ টবে।
তুমি প্রতারক নও: তুমি ছলনা জানো না।
তুমি শুধু সৌরভ যাও বিলিয়ে
শ্রেণী-ঘৃণা নেই কারো প্রতি, তবু তুমি ফুটে আছ ভিন্ন এক টবে