মিছিলের সেই মুখ সেই মুখ চেতনায় ঘরে ফিরে নির্জনে কাঁদে কোন্ বেদনায়?
এত চোখ এত মুখ তবু বুঝি কেউ নাই (কেউ নাই?)
রাজপথে সেই মুখ আগুনের ফুলকি যাতনায় আজ চেনে আঁধারের সুখ কি?
বারুদের সেই মুখ জ্বলে ওঠে চেতনায় সাহসের সেই বুক কাঁদে আজ বেদনায়।